ABOUT US

কাজী অফিস মিরপুর ৬

মিরপুর ৬ কাজী অফিস (৬/সি, ১৫/৯, পল্লবী , মিরপুর, ঢাকা-১২১৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয় কর্তৃক সরাসরি অনুমোদিত (নিয়োগপ্রাপ্ত) বিবাহ ও তালাক রেজিষ্ট্রি অফিস । বাংলাদেশের যে কোন এলাকার নাগরিক ও প্রবাসী বাংলাদেশীগণ এখান থেকে তাদের বিয়ে ও তালাক রেজিষ্ট্রি করতে পারেন ।

শরীয়া ও পারিবারিক আইন, তথ্য, নলেজ এবং টেকনোলজি ব্যবহারে এই কাজী অফিসের সুনাম দীর্ঘদিনের । মিরপুর কাজী অফিসের অনলাইন ও ফ্রি কনসালটেশন সার্ভিস একটি জনপ্রিয় সেবা হিসেবে ইতোমধ্যে জনসাধারণের নিকট প্রসিদ্ধি লাভ করেছে । kazi office Mirpur নামে এর একটি facebook page, youtube chanel এবং website  রয়েছে । এখান থেকে বিয়ে-তালাক সংক্রান্ত যাবতীয় পরামর্শ ও আইনী ব্যাখ্যা পেয়ে উপকৃত হচ্ছেন দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিকগণ ।

দেশে এবং বিদেশে আইন ব্যবসায় নিয়োজিত (সিটিজেন ও ফ্যামেলী আইন প্রাকটিশনার ) আইনজীবী এবং বাংলাদেশে অবস্থানরত বিদেশী দূতাবাসগুলোর নিকট মিরপুর কাজী অফিস একটি দক্ষ ও নলেজ বেইজড রেজিষ্ট্রি অফিস হিসেবে পরিচিত ।এসব স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য, আন্তরিক রিসেপশন, পেশাগত দক্ষতা এবং প্রযুক্তির ব্যবহারে মিরপুর কাজী অফিস আধুনিকতার প্রশ্নে উত্তীর্ণ একটি রেজিষ্ট্রি অফিস।

আমাদের প্রদত্ত নির্ভুল এবং সঠিক পদ্ধতির ম্যারেজ ও ডিভোর্স সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্ট যাচাই ( verify) করতে এসে বিদেশী এম্বাসীগুলোর প্রতিনিধিগণ ভাষাগত করেসপন্ডেন্সেও দারুন স্বাচ্ছন্দবোধ করেন ।

আমাদের মিশন

স্বামী-স্ত্রীর শরীয়াসম্মত বিবাহবন্ধনকে রাষ্ট্রীয় আইনের আওতায় রেজিষ্ট্রেশনের মাধ্যমে তাদের পারিবারিক ও সম্পত্তিগত  অধিকারের দালীলিক নিশ্চয়তা প্রতিষ্ঠা করা ।

 

আমাদের ভীশন

স্বামী-স্ত্রীর সর্ম্পককে শরীয়া ও রাষ্ট্রীয় (পারিবারিক) আইনের বন্ধনে আবদ্ধ করে দাম্পত্য জীবনে অনাবিল সুখ-শান্তি প্রতিষ্ঠা করা ।